Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
tjtonmoy
on 30/06/2023, 16:40:22 UTC
⭐ Merited by Z_MBFM (1)
অফ টপিক পোস্ট এর জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আজকে আমার ১৯৭১ নাম্বার পোস্ট করা কমপ্লিট হয়েছে। যেহেতু ১৯৭১ একটি সংখ্যা হওয়া সত্বেও বাঙালি হিসেবে আমাদের কাছে এর গুরুত্ব অনেক। তাই ভাবলাম লোকাল থ্রেড এ একটি পোস্ট করে ফেলি। কবে এত পোস্ট করে ফেলেছি নিজেও জানি না। তবে এটি আজ আমার জন্য অনেক বড় একটি পাওয়া।

অনেক দিন ধরেই লোকাল কমিউনিটির সাথে আছি। আপনাদের অনেক হেল্প পেয়েছি, অনেক কিছু জেনেছি আপনাদের কাছে থেকে, সকল কিছুর জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখতে দেখতে অনেক দিন পার করে ফেললাম আপনাদের সবার সাথে। আশা করি আগামী দিন গুলো তে আপনাদের সাথে এইভাবেই থাকতে পারব ইনশাআল্লাহ। সবাইকে ঈদ এর শুভেচ্ছা। ঈদ মোবারক।