জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৩
আলহামদুলিল্লাহ এ মাসেও খারাপ নয় পোস্ট এক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে গত মাসের তুলনায় পোস্ট এক্টিভিটি একটু বেশি রয়েছে তবে ম্যারিট এর দিক থেকে সংখ্যাটি কিছুটা কম রয়েছে এবার।
আশা করি সব কিছু আরো ভালো ভাবে ঠিক হয়ে যাবে। এজন্য অবশ্যই সবাইকে একটিভ থাকতে হবে। একটিভিটি যদি কন্টিনিউ বাড়তে থাকে, তাহলে মেরিট ও বাড়বে আশা করা যায়। তবে একটিভিটি কমে গেলে মেরিট ও কমে যাবে। আপনাকে ধন্যবাদ আরো একটা মাসের ডাটা তুলে ধরার জন্য!
প্রথম দশজন পোস্টদাতা
1. Learn Bitcoin [33]
প্রতিদিন একটা পোষ্ট লেখার আইডিয়াটা আবারো আমার জন্য কাজ করেছে। এজন্য নিজেই মাস শেষে বুঝতে পারি না যে আমি এতাগুলো পোষ্ট করে ফেলেছি। এভাবে যদি কন্টিনিউ করতে পারি, একদিন এই থ্রেড এর অলটাইম টপ পোষ্টারদের মধ্যে আমার নাম ও থাকবে। আমি অলরেডি ৭ নাম্বারে চলে আসছি। আমি আশা করবো সবাই এভাবে একটিভ থাকবেন।