প্রথম দশজন পোস্টদাতা
1. Learn Bitcoin [33]
2. 2Pizza410000BTC [30]
3. Bd officer [30]
4. roksana.hee [27]
5. BD Crypto [23]
6. sj13 [19]
7. Worsh [17]
8. Poorman2 [15]
9. tjtonmoy [15]
10. Crypto Library [14]
কখনো ভাবি নি আমার নাম সেরা পোস্টদাতাদের তালিকায় চলে আসবে। আমি প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে চাই এবং প্রতি মাসে সেরা পোস্টদাতাদের তালিকায় নাম উঠাতে চাই। এবং আমি চেষ্টা করবো আপনাদের মত ভাল ভাল পোস্ট শেয়ার করে আমাদের বাংলাদেশের লোকালের মান উন্নত করার জন্য।
Learn Bitcoin ভাইয়ের ২৫০ টি মেরিট পূর্ণ হয়েছে এজন্য জানাই অনেক অনেক শুভেচ্ছা। ফোরামের নির্ধারিত ২৫০ এক্টিভিটি না হওয়া পর্যন্ত ভাইজানকে অপেক্ষা করতে হবে। তবে আমার পক্ষ থেকে ভাইজানকে অগ্রিম সিনিয়র মেম্বার হওয়ার শুভেচ্ছা রইল।
meme বানানোর জন্য কোন apps ভালো হবে কেউ যদি একটু সাজেশন দিতেন।