Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Z_MBFM
on 03/07/2023, 11:08:48 UTC
~snip~
আরে ভাই এটা কি কাচা বাজার যে আপনি এখনে মরিচের কানিহি নিয়ে পরে আছেন৷ আপনারা আসলে কি ভাই বুঝি না। মন জা চায় তাই শুরু করেন এখানে। এর আমি এর কিছু বলবো না এর পর এমন পোস্ট দেখলে Report to moderator করবো এবং সবাইকে অনুরোধ করনো এসব আবর্জনা দেখলে সবাই Report to moderator করবেন। বাংগালী কখনো ভালো হবে না। ফাইজলামির একটা লিমিট আছে। এটা হলো ক্রিপ্টো ফোরাম এখানে এরা যা তা করে। এখানে আইছে কাচা মরিচের হিস্ট্রি বলতে। আজব বাংগালী