Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
SuparCat
on 03/07/2023, 16:46:09 UTC
আমরা জানি বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজার উন্মুক্ত করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি। আমাদের দেশের শিক্ষিত বেকার সমস্যা সমাধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভিন্ন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। এর মধ্যে অন্যতম হলো আউটসোর্সিং। বর্তমানে এটি অনেকেরই পেশা হিসেবে পরিণত হয়েছে। চলে বাংলাদেশ প্রতিবছর আউটসোর্সিং হতে কয়েক মিলিয়ন ডলার আয় করছে। উন্নত বিশ্বের মত বাংলাদেশেও অনেকে এই খাতে বিনিয়োগ করছে। ফলে বহু লোক সম্পৃক্ত হচ্ছে বিভিন্ন কাজে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান, দূর হচ্ছে বেকারত্ব। বর্তমানে আমাদের দেশের অনেক দক্ষ কর্মী ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমেরিকা কানাডা ব্রিটেনের মতো দেশগুলোর বড় বড় কোম্পানিতে কাজ করছে। যা আমাদের কর্মসংস্থান বৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রাখছে। এ ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই বিশ্বের যে কোন প্রান্তের কর্মসংস্থানের খোঁজ মুহুর্তের মধ্যেই পাওয়া যায়। যেমন www.bdjobs.com ওয়েবসাইটের মাধ্যমে দেশের বেকার জনগোষ্ঠী বিভিন্ন প্রতিষ্ঠানে অনলাইনে কাজ করতে পারছে। ফলে বেকারত্ব অনেকাংশে কমে যাচ্ছে। সুতরাং বলা যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন বাংলাদেশের বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।