আরে @Dorimon45 ভাই, আপনি যে সরাসরি বাঙ্গালীদের ছোট করতেছেন, এটা কি ঠিক ভাই? আপনি তো নিজেই এক অবাঙ্গালীর মত কাজ করে বসলেন। মানে হচ্ছে, আপনি আপনার নিজের ভুলটা দেখবেন না, অন্যের ভুল নিয়ে পড়ে থাকবেন। আর একটা কথা, একটা পেইজি সম্পূর্ণ দখল করে নিলেন, পোস্ট করতে করতে? আর আপনি কি-সব চাকরি-বাকরির অফার দিচ্ছেন, এখানে? কে কাকে বিশ্বাস করবে না করবে এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার! একটা অনুরোধ থাকলো ভাই, ভালো ভালো পোস্ট করবেন আর নিজের সীমার মধ্যে অবশ্যই থাকবেন, ইনশাল্লাহ ভাল কিছু হবে। আল্লাহ দিলে সবই হয়!!!
।যুক্তিসংগত কথা বলেছেন। এই ধরনের লোক এসে শুধু শুধু আমাদের বাংলা থ্রেডের সম্মান নষ্ট করতে আসে। @Dorimon45 ব্রাদার কে মডারেটর মনে হয় চিরবিদায় দিয়ে দিবে। হয়তো সকালে শুনতে পাবো তার একাউন্ট ব্যান করা হয়েছে।