Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
SuparCat
on 04/07/2023, 04:45:23 UTC
বর্তমানে আমরা সবাই কম বেশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে  জড়িত। এর মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক এবং twitter। আমরা সকলেই কমবেশি মাধ্যম দুটির সাথে জড়িত। তবে আমরা
অনেকেই এর ইতিহাস সম্পর্কে জানি না। নিচে ফেসবুক এবং twitter এর সংক্ষিপ্ত সৃষ্টি ইতিহাস আলোচনা করা হলো :

ফেসবুক : ২০০৪ সালের ফেব্রুয়ারির ৪ তারিখে প্রতিষ্ঠিত ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট। মার্ক জাকারবার্গ, অ্যান্ড্রো ম্যাককালাম,এবং ক্রিস হিউজেস কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয়।
ফেসবুকের সিইও হলেন মার্ক জাকারবার্গ। এটির হেডকোয়ার্টার আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত।

twitter : ১৪০ অক্ষরে টুইট সংবলিত একটি সামাজিক যোগাযোগ সাইট হলো টুইটার। টুইটার ২০০৬ সালের মার্চ মাসে ইবান উইলিয়াম, বীজ স্টোন, এবং নো গ্লাস  কর্তৃক তৈরি হয় এবং জুলাই ২০০৬ সালে এটির কার্যক্রম চালু হয়। বর্তমানে টুইটারের হেডকোয়ার্টার আমেরিকার সান ফ্রান্সিকতে  অবস্থিত।।