আমি যদি কখনো আমাদের দেশের সরকারি বড় ধরনের কর্মকর্তা হতাম হোক সেটা পুলিশ কিংবা র্যাব তাহলে সবার আগে আমি আমার দেশের জন্য কাজ করতাম বিশেষ করে নেশার বিরুদ্ধে সবার আগে পদক্ষেপ নিতাম। তার কারণ এই নেশার কারণে আমাদের সমাজের ইয়াং জেনারেশনগুলো অনেক আসক্তি হচ্ছে। আমার এক প্রতিবেশী তাদের ফ্যামিলি অনেক ভালো তার বাবা মা দুজনেই চাকরি করে অথচ তার একটা ছেলে এই ছেলেকে নিয়ে তাদের ছিল অনেক পরিকল্পনা। এই নেশার কারণে তার যে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল নষ্ট হয়ে গেছে। যখন সে পড়াশোনায় করতো তার বাবা-মা তাকে নিয়ে স্বপ্ন দেখত তার ছেলে ইঞ্জিনিয়ার হবে। এখন তার বাবা মা তাকে সুস্থ জীবন দেওয়ার জন্য তাকে রিহাবে পাঠিয়েছেন। এইজন্য আমার মনে হয় যদি কখনো আমি ক্ষমতা পাই আমি অবশ্যই চেষ্টা করব এই নেশা থেকে যেন আমাদের যুব সমাজ বিরত থাকে।