সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দেশেরই কোন এক ইউজার যে কিনা ফোরামের বাউনুটিস বোর্ডে ৩ টা মেরিটসহ একটা ফোরাম একাউন্ট সেল করার জন্য পোস্ট দিয়েছে । উনি ফোরামের রুলস ভঙ্গ করেছেন এখন উনার বিষয়ে কি পদক্ষেপ নেয়া যেতে পারে। উনাকে নিয়ে কি রেপুটেশন বোর্ডে পোস্ট করব? কারণে উনি ভবিষ্যতেও এ ধরনের পোস্ট করতে পারেন অথবা একাউন্ট সেল করতে বা করার জন্য অন্য কারোর অর্থ স্ক্যাম করতে পারেন।
আবার চালাকি করে একটু পরে একাউন্ট বিক্রির পোস্টটা ডিলিট করে দিয়েছে। তবে আমার কাছে স্ক্রিনশট ও Archive আছে।
Scammer Profile Link: https://bitcointalk.org/index.php?action=profile;u=3558064Account Selling Post Archive: https://archive.ph/MEUWXআর পোস্টের স্ক্রিনশট:
বিদ্র: মেরিট কেনাবেচা ও অ্যাকাউন্ট কেনাবেচা দুটোই অপরাধ এবং এর জন্য আপনার অ্যাকাউন্টটি Red Trust খাবে। তাই এগুলো থেকে সাবধান আর এদের টার্গেটই থাকে আমাদের বাংলাদেশী লোকাল এর মেম্বাররা। আর কেউ ফাঁদে পা দিলেও দেখবেন টাকা মেরে দিছে আর নয়তো প্রমাণ পেলে Red Trust খাবেন ।