একটা একাউন্ট বিক্রি করব মেরিট আছে 3 টি কিন্তু একটিভিটি আছে মাত্র 12 টি পোস্ট করলে 3 দিনের মধ্য জুনিয়র মেম্বার হওয়া জাবে কেউ কিনলে নিতে পারেন দাম একদম কম 🙂👇
contact me on telegram: @Omor_Alywas_On_Fire
এই ধরনের পোস্ট যখন দেখি তখন নিজেকে খুব ছোট মনে হয় একে তো আপনি অ্যাকাউন্ট বিক্রি করবেন। আপনি যেহেতু আন্তর্জাতিক বোর্ডে বিক্রি করবেন তাহলেই ইংরেজিতে পোস্ট করতেন। আপনি যদি ইংরেজিতে পোস্ট করতেন তাহলে অন্তত বাংলাদেশের নাম বা বাংলা পাশাপাশি নাম খারাপ হতো না। আপনাদের সবার কাছে অনুরোধ এ ধরনের কোন পোস্ট করবেন না।