বাই দা রাস্তা, কারো কি পোস্ট করতে সমস্যা হচ্ছে? শুধু লোডিং আর লোডিং দেখাচ্ছে? আমার কালকে থেকে সমস্যা হচ্ছে আবার গিয়ে ক্লাউড নিয়ে কোন সমস্যা হলো নাকি?
ক্লাউডফ্লার কয়েকদিন পর পর আকাম করে। এই আকামের জন্য ফোরামে পোষ্ট করতেই পারছিলাম না। আবার একই পোষ্ট কয়েকবার করে ফেলেছি। পরে আবার ডিলেট করতে হয়েছিলো। আবার একই কারনে স্ক্র্যাপার বট গুলো কাজ করছে না। লয়সের স্ক্র্যাপার, ট্রাইনিনজার স্ক্র্যাপার, বিপিআইপি স্ক্র্যাপার সবগুলোই থমকে গেছিলো। হঠাৎ করেই কোনো মেনশন বা মেরিট নটিফিকেশন পাচ্ছিলাম না। কালকে এডমিন লয়সের এবং ট্রাইনিনজার বট হোয়াইলিষ্ট করে দিছে। যার কারনে এগুলো আবার কাজ করা শুরু করছে। কিন্তু বিপিআইপির ভদ তো নাই, সাচমুন মনে হয় থেমস কে পি এম করে নাই। যার কারনে বিপিআইপি এখনো আপডেট হয় নাই। আমি সাচমুনের থ্রেড এ একটু আগে
পোষ্ট করেছি। আশা করি বিপিআইপিও কাজ করা শুরু করবে। কি একটা অবস্থায় পড়ে আছি। একই আইপি থেকে ডেস্কটপে পোষ্ট করতে পারছি, কিন্তু মোবাইল দিয়ে ফোরাম একসেস করতে পারছি না।