Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 11/07/2023, 22:30:09 UTC
আচ্ছা ভাই কেউ কি আমাকে একটু Blackrock  সম্পর্কে জানাবেন  কয়েকদিন যাবত চারপাশে শুধু blackrock  নামটি শুনে যাচ্ছি  আসলে এটা কি ?  অনেক জায়গায় অনেক বড় বড় লেখা আমি শর্টকাটে বাংলায় আপনাদের কাছ থেকে  এই সম্পর্কে তথ্য জানতে চাচ্ছি---
এইটা তো ভাই হালকা গুগল করলেই পাওয়া যায়। তারপরেও শর্টকাটে যদি বলতে চাই তাহলে blackrock হলো একটি আমেরিকান মাল্টিন্যাশনাল ইনভেস্টমেন্ট কোম্পানি প্রাথমিকভাবে এরা রিস্ক ম্যানেজমেন্ট এবং ফিক্সড ইনকাম রিলেটেড সার্ভিস প্রোভাইড করে থাকে। বর্তমানে তারা ৯.০৯ ট্রিলিয়ন ডলার অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে ওয়ার্ল্ডের বড় একটি অ্যাসেট ম্যানেজার কোম্পানি। বিস্তারিত জানতে এই লিংকটি দেখতে পারেন- https://en.m.wikipedia.org/wiki/BlackRock

যদিও আমি ভাই  প্রোগ্রামিং বা  কোডিং  এ সম্পর্কে বেশি কিছু জানিনা,  তবে  ইউটিউব এ  ঝংকার মাহবুব  কে ফলো করতে পারেন  ওনার কিছু ভিডিও আমি দেখেছি,  তার কথাগুলো অনেক ভালো লাগে। তাছাড়া উনি মনে হয়  কোর্স করিয়ে থাকেন।
ধন্যবাদ ভাই আপনার সাজেশন এর জন্য, হ্যাঁ ঝংকার মাহবুব বর্তমানে বাংলাদেশের টপ লিড করতেছে প্রোগ্রামিং হিরো নিয়ে। আমি অলরেডি প্রোগ্রামিং হিরোতে কোর্সটির জন্য দিয়েছিলাম কিন্তু এটার ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তাই এটার অল্টারনেটিভ পাশাপাশি অবস্থান করতেছে এরকম আরেকটা প্লাটফর্ম খুজতেছি। তাদের নেক্সট ব্যাচ স্টার্ট হতে আরো অনেক দেরি আছে ডিসেম্বর হবে।