সেম হেয়ার ব্রাদার, আরো অনেকেরও দেখছি একবারে ৭-৮টা পোস্ট পরপর, প্রথমবার এটি হওয়ার পর যখন বিষয়টি বুঝলাম পরে জাস্ট পোস্ট বাটনে ক্লিক করে নিজের প্রোফাইলে লাস্ট পোস্টে গিয়ে দেখতাম যে পোস্ট হয়েছে কিনা। আবার গত কয়েক মাস আগে বিটকয়েন ফোরাম প্রায় এক ঘণ্টার মতো ডাউন ছিল, মাঝে মাঝে বিষয়গুলো আসলে অনেকের নিকট কষ্টদায়ক হয়ে ওঠে কেননা ধরেন আপনার কোন কাজ পরে রয়েছে এবং লাস্ট ঘন্টা রয়েছে ওই কাজগুলো জমা দেওয়ার জন্য তখন এই সমস্যাটা হলে কি করা যাবে?
আসলে দোষটা কে দিব ক্লাউড ফেয়ারকে নাকি দুষ্ট কোন মানুষ জনদের কারণ ফোরামে অনেক জায়গায় দেখলাম এটার জন্য DDOS এটা কেউ অনেকে দোষষে, বুঝলাম না বিটকয়েন টক ফোরামের আবার ভালো রকম শত্রুও রয়েছে।
বিটকয়েনটক এর শত্রু আছে কি না জানি না। তবে শুনেছিলাম ক্লাউডফ্লেয়ার এর ইস্যুটা আরো বেশ কিছু ওয়েবসাইট এফেক্ট করেছিলো। সত্য মিথ্যা জানি না। আরেকটা ব্যাপার হলো বিটকয়েনটক এর শত্রু না থাকলেও অনেক মানুষ আছে যারা এসব করে টাকা কামায়। কি মনে করে DDOS চালায় কে জানে। চোটখাটো গ্রুপ থাকতে পারে যারা ওয়েবসাইট ডাউন করে দিয়ে এডমিন কে ইমেইল করে টাকার জন্য।
হতে পারে দুষ্টু পোলাপাইনরা ভাবে যেহেতু বিটকয়েন এর ওয়েবসাইট, এডমিন এর কাছ থেকে বিটকয়েন নেয়া যাবে। অনেক কিছুই কারন হতে পারে। জানি না আসল কারন কি। তবে DDOS চারাই এই দুইটা কারনেই। হয়তো টাকার জন্য, নইলে সাইট ডাউন করে ফেলে রাখার জন্য।