আচ্ছা ভাই কেউ কি আমাকে একটু Blackrock সম্পর্কে জানাবেন কয়েকদিন যাবত চারপাশে শুধু blackrock নামটি শুনে যাচ্ছি আসলে এটা কি ? অনেক জায়গায় অনেক বড় বড় লেখা আমি শর্টকাটে বাংলায় আপনাদের কাছ থেকে এই সম্পর্কে তথ্য জানতে চাচ্ছি---
BlackRock নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত একটি আমেরিকান বহু-জাতীয় বিনিয়োগ কোম্পানি।1988 সালে প্রতিষ্ঠিত, প্রাথমিকভাবে একটি এন্টারপ্রাইজ ঝুঁকি ব্যবস্থাপনা এবং স্থায়ী আয় প্রাতিষ্ঠানিক সম্পদ ব্যবস্থাপক হিসাবে। BlackRock হলো বিশ্বের বৃহত্তম সম্পদ ব্যবস্থাপক, যেখানে 14 এপ্রিল, 2023 সাল পর্যন্ত ব্যবস্থাপনায় US$9.09 ট্রিলিয়ন সম্পদ রয়েছে। BlackRock 30টি দেশে 70টি অফিস এবং 100টি দেশে ক্লায়েন্ট নিয়ে বিশ্বব্যাপী কাজ করে। BlackRock হল এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের iShares গ্রুপের ম্যানেজার এবং দ্য ভ্যানগার্ড গ্রুপ এবং স্টেট স্ট্রিট সহ, এটি বিগ থ্রি ইনডেক্স ফান্ড ম্যানেজারদের মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। এর আলাদিন সফ্টওয়্যারটি অনেক বড় আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগ পোর্টফোলিওর উপর নজর রাখে এবং এর BlackRock সলিউশন বিভাগ আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা পরিষেবা প্রদান করে। ব্ল্যাকরক ফরচুন 500 তালিকায় 184তম অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম কর্পোরেশনের রাজস্বের ভিত্তিতে।
https://i.imgur.com/4g31leD.jpgBlackRock এর সদর দফতর নিউ ইয়র্ক সিটির হাডসন ইয়ার্ডসে।