আচ্ছা ভাই কেউ কি আমাকে একটু Blackrock সম্পর্কে জানাবেন কয়েকদিন যাবত চারপাশে শুধু blackrock নামটি শুনে যাচ্ছি আসলে এটা কি ? অনেক জায়গায় অনেক বড় বড় লেখা আমি শর্টকাটে বাংলায় আপনাদের কাছ থেকে এই সম্পর্কে তথ্য জানতে চাচ্ছি---
BlackRock নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত একটি আমেরিকান বহু-জাতীয় বিনিয়োগ কোম্পানি।1988 সালে প্রতিষ্ঠিত, প্রাথমিকভাবে একটি এন্টারপ্রাইজ ঝুঁকি ব্যবস্থাপনা এবং স্থায়ী আয় প্রাতিষ্ঠানিক সম্পদ ব্যবস্থাপক হিসাবে। BlackRock হলো বিশ্বের বৃহত্তম সম্পদ ব্যবস্থাপক, যেখানে 14 এপ্রিল, 2023 সাল পর্যন্ত ব্যবস্থাপনায় US$9.09 ট্রিলিয়ন সম্পদ রয়েছে। BlackRock 30টি দেশে 70টি অফিস এবং 100টি দেশে ক্লায়েন্ট নিয়ে বিশ্বব্যাপী কাজ করে। BlackRock হল এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের iShares গ্রুপের ম্যানেজার এবং দ্য ভ্যানগার্ড গ্রুপ এবং স্টেট স্ট্রিট সহ, এটি বিগ থ্রি ইনডেক্স ফান্ড ম্যানেজারদের মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। এর আলাদিন সফ্টওয়্যারটি অনেক বড় আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগ পোর্টফোলিওর উপর নজর রাখে এবং এর BlackRock সলিউশন বিভাগ আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা পরিষেবা প্রদান করে। ব্ল্যাকরক ফরচুন 500 তালিকায় 184তম অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম কর্পোরেশনের রাজস্বের ভিত্তিতে।
https://i.imgur.com/4g31leD.jpgBlackRock এর সদর দফতর নিউ ইয়র্ক সিটির হাডসন ইয়ার্ডসে।
ভাই আপনি একজন নতুন ইউজার তাই আপনাকে সর্বপ্রথম উচিত ছিল প্রথম পেজের রুলস গুলোর ফলো করা এবং সুন্দরভাবে সেগুলো পড়ে তারপর বুঝে শুনে একটি পোস্ট করা। কিন্তু আপনি তা না করে শুরুতেই কপি পেস্ট করা শুরু করে দিয়েছে এটা আমাদের বাংলা বোর্ডের জন্য খুবই ক্ষতিকারক বলে আমি মনে করি। আমাদের বাংলা লোকাল বোর্ডের এরকম কপি পেস্ট এর কারণে বেশিরভাগ জায়গায় আমরা আটকে যাই কিন্তু তবুও আমাদের ইউজাররা এসকল বিষয়ে মনোযোগ না দিয়ে শুধু কপি পেস্ট করে ট্রান্সলেট করে পোস্ট করে দেয়। আপনি হয়তো ভেবেছেন ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করে পোস্ট করলেই হয়তো আপনি এখানে ভালো মানের পোস্ট করে ফেলেছেন এটা ভাববে লোকে কিন্তু এটি সম্পূর্ণ ভুল চিন্তাভাবনা হবে যদি এটা ভেবে থাকেন।
আপনি এমন ভাবে কপি-পেস্ট করেছেন যা হুবহু ট্রান্সলেট করে পোস্ট করেছেন হয়তো কেউ বুঝবে না কিন্তু এখানে অনেক লোকেরাই রয়েছে যারা আপনার চেয়েও অধিক জ্ঞানী এবং তারা আপনার সম্পূর্ণ স্পামিং গুলো অতি সহজে ধরে ফেলবে।
আপনি এই পোস্টটি করেছেন হুবহু কপি এবং ট্রান্সলেট করে আপনার উচিত ছিল এরকম একটি কপি পেস্ট করার আগে ভালোভাবে পর্যবেক্ষণ করা এবং যেহেতু পোস্ট করেছেন তাই এর সোর্স সিলিং দিয়ে দেওয়া।
আপনি যদি কোন ইনফরমেশন শেয়ার করেন তাহলে অবশ্যই আপনাকে সেখানকার সোস লিঙ্ক দিতে হবে তা না হলে আপনার একাউন্টে ক্ষতি হবে এবং ব্যান্ড হতে পারে।
https://en.m.wikipedia.org/wiki/BlackRock
বাংলায় কথা বলা এবং নিজের মতামত প্রকাশ করা সত্যিই এক অভূতপূর্ণ অনুভূতি। এখানে নিজের মতো করে কথা বলার যে আনন্দ তা আসলেই বলার বাইরে। আমি নতুন কিভাবে কি বলব কোন বিষয় নিয়ে বেশি আলোচনা করব সেগুলো বুঝতে একটু সমস্যা হচ্ছে। যদি সিনিয়ররা একটু বলতেন যে আমি কোন বিষয়ের উপর কথা বলতে পারি বা আমাকে কোন বিষয়গুলো মেনে চলতে হবে কিভাবে এবং কি পোস্ট করলে আমার মেরিট বাড়বে যদি কেউ সাহায্য করতেন তাহলে খুবই উপকৃত হতাম। অগ্রিম ধন্যবাদ
আপনাকে অভিনন্দন জানাই যে আপনি বাংলা বোর্ডে আপনার অনুভূতিগুলো প্রকাশ করেছেন। তবে আপনাকে এ বিষয়ে আরো সচেতন হতে হবে যে এখানে শুধু মেরিটের কথা আলোচনা করলে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব হবে না সে ক্ষেত্রে আপনি নিজে ভালোভাবে দক্ষতা অর্জন করুন এবং ফোরামের রুলস অনুসরণ করুন। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে সময় দিতে হবে পর্যাপ্ত পরিমাণ যাতে করে আপনি বিটকয়েন সম্পর্কে এবং এই ফোরাম সম্পর্কে ভালো ধারণা পেতে পারেন। আপনাকে অবশ্যই এখানে সকলে সাহায্য সহযোগিতা করবে তবে আপনাকে ভালো বিষয় নিয়ে আলোচনা করতে হবে যেগুলো বিষয় নিয়ে আলোচনা করলে আপনি ভবিষ্যতে এগিয়ে যেতে পারবেন। আপনি আমাদের সাথে সময় দিতে থাকেন এবং সমস্ত বিষয় সম্পর্কে ধারণা নিতে থাকেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে জ্ঞান অর্জন করতে পারবেন এবং আপনার অবস্থানকে ভালো একটি পর্যায়ে পৌঁছে নিয়ে যেতে পারবেন।
