বিটকয়েন কী এবং কিভাবে কাজ করে?
ক্রিপ্টোকারেনন্সী কি ?
Crypto currency যার বাংলা অর্থ Crypto মানে “গুপ্ত” আর Currency মানে “মুদ্রা” , অথ্যাৎ “গুপ্ত মুদ্রা” ! অনেকে আবার এইটাকে ড়িজিটাল কারেন্সী এবং ভবিষৎতের কারেন্সী ও বলছেন। আসলে ও তাই । কারন প্রচলিত মুদ্রা থেকে সম্পুর্ন আলাদা এই মুদ্রা এবং এর বিনিময় ব্যবস্হা।এইটাকে ধরা যায় না, ছোয়া যায় না, কিন্তু একটা আকৃতি দেখা যায় ব্যবহার করা যায় অবাধে এবং গোপনে ।এটি একটি বিশষ সুত্রের মাধ্যমে জন্ম লাভ করে।এবং একটি নিদিষ্ট পরিমান জন্ম নেওয়ার পর আর জন্ম গ্রহন করেনা। কিন্তূ প্রচলিত মূদ্রা একটি দেশের সরকার যত খুশি ছাপাতে পারে।দেশ ভেদে এদের মুল্যমান ও একেক দেশে একেক রকম
বিটকয়েন কী? বিটকয়েন কিভাবে কাজ করে?
বিটকয়েনের ওয়াইট পেপারের শিরোনামই ছিল Bincoin A Peer to Peer Electronic Cash System. এ থেকে বুঝা যায় বিটকয়েন সৃষ্টির উদ্দেশ্যই ছিল প্রচলিত মুদ্রাব্যাবস্থা বিকেন্দ্রিত করা। বিটকয়েন হল ব্লকচেইন ভিত্তিক ডিজিটাল মুদ্রা। যেটি ব্যাবহার করে প্রেরক এবং প্রাপকের তথ্য গোপন রেখে কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই লেনদেন করা সম্ভব।