আমি একজন বান্টি ইউজার আমি প্রকৃতপক্ষে বান্টি ক্যাম্পেয়ানে কাজ করি। আপনাদের জানা মতে বান্টি ছাড়াও কি কোন কাজ করা যায় ফ্রিতে। আপনাদের জানা মতে যদি কোন ওয়েবসাইট থাকে ফ্রিতে ইনকাম করার তাহলে আমাকে বলবেন প্লিজ আমি কাজ করতে চাই ।
আমি একজন বেকার মানুষ কাজ করে নিজের পায়ে দাঁড়াতে চাই।
প্লিজ আমাকে জানাবেন
ধন্যবাদ
বান্টি নাকি বাউন্টি

আপনার একাউন্টের যে র্যাংক তাতে বাউন্টি ক্যাম্পেনে কাজ করা ছাড়া অন্য কোনো উপায়ে এই ফোরাম থেকে টাকা ইনকাম করা সম্ভব না। তবে আপনার যদি Full member + র্যাংকের কোন অ্যাকাউন্ট থাকত সে ক্ষেত্রে আপনার সিগনেচার ক্যাম্পেনে জয়েন হতে পারতেন এবং সেখান থেকে সপ্তাহিক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।
আপনি যদি এই ফোরামের বাইরে কোথাও থেকে টাকা ইনকাম করতে চান সে ক্ষেত্রে আপনাকে যে কোন একটি Skill ডেভেলপ করতে হবে এবং বিভিন্ন মার্কেট প্লেসে কাজের সন্ধান করতে হবে। বর্তমানে ওয়েব ডেভলপার, ওয়েব ডিজাইনার, UI/UX ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এগুলোতে প্রচুর পরিমাণ কাজ রয়েছে আপনি যদি এগুলো থেকে যে কোন একটির ওপর এক্সপার্ট হতে পারেন তাহলে আপনি বিভিন্ন মার্কেটপ্লেস থেকে ভালো কাজ পাবেন এবং ইনকামও ভালো করতে পারবেন। তবে newbie একাউন্ট নিয়ে ফোরামে বাউন্টি ছাড়া অন্য কোন কাজ করে ইনকাম করার সুযোগ পাবেন না।