আমরা যারা ট্রেডিং করি তাদের জন্য একটি নিউজ। আপনাদের মাঝে শেয়ার করলাম, আশা করছি বুঝতে পারবেন।
Market🔴 Update :
আলহামদুলিল্লাহ আমরা মার্কেট কে ভাল পজিশন এ দেখতে পাচ্ছি কারন হল XRP কয়েন SEC এর করা মামলায় জয়ী লাভ করে যার কারনে XRP কয়েন ভাল পাম্প করছে। তার সাথে সাথে টোটাল ক্রিপ্টো মার্কেট পজিটিভ দেখাচ্ছে। তাই FMO তে পড়ে কোনো কয়েন কিনবেন না। মার্কেট কে স্থিতিশীল হতে দিন।
আর একটা পজিটিভ দিক হল Btc dominence 48.7 মানে ডাম্প করছে এটাও ভাল দিক Alts coin এর জন্য।
তাই এখন করনীয় কি ?
এখন করনীয় হচ্ছে আপনি শর্ট ট্রেডিং এর জন্য যে কয়েন কিনছিলেন আশা করি লাভ এ আছেন!! সেগুলা সেল না দিয়ে স্টপ লিমিট বসিয়ে রাখেন, যত উপরে যাবে স্টপ লিমিট ও উপরে নিয়ে যাবেন। আর স্টপ লিমিট হিট করলে ও তো ভাল লাভ হবে। আশা করি বুঝতে পারছেন।