ট্রেডিং বিটকয়েন আপডেট :
বিটকয়েন সাপ্তাহিক চার্টে প্রধান রেজিশট্যান্স জোন টেস্ট করে! মার্কেট উপরে যেতে হলে বা নতুন রেলি শুরু করতে হলে বিটকয়েনকে ৩২০০০$ এর উপরে সাপ্তাহিক ক্যান্ডেল ক্লোজ করতে হবে। তবে যি এটা করতে না পারে তাহলে মার্কেট কিন্তু আবার ২৫০০০০$ সাপোর্ট জোন এ আসতে পারে। তাই সব ট্রেড এ স্টপ লস ব্যবহার করেন।