Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 15/07/2023, 08:52:56 UTC
আমি মনেকরি XRP আরো অনেক ভালো করবে এবং এর মূল্য আরো বৃদ্ধি পাবে।

আমি বলছি না যে XRP আরো ভালো করবে না, কিন্তু এই যে একটা ধারণা যে যেহেতু এটা ভালো করেছে বা করছে, তার মানে এটা আরো ভালো করবে। এটা আসালে একটা ভূল ধারনা। হতে পারে লং রানে আরো ভালো করতে পারে। কিন্তু শর্ট টার্ম এ এখন ভালো করেছে মানে এই নয় যে এটা ভালো করতেই থাকবে। যে কোনো একটা কয়েন পাম্প করার পর অবশ্যই এটা কারকেশন করবে। সবাই কিন্তু হোল্ড করার জন্য কয়েন কিনে না। সবার একটা টারগেট থাকে যে এটার দাম এতা হলে আমি সেল করে দিবো।

মারকেট এ যখন বায় অর্ডার বেশি থাকে, কয়েন তখন পাম্প করে। সেল অর্ডার বেশি থাকলে কয়েন প্রাইস কমে যায়। তো একটা কয়েন পাম্প করার পর কিন্তু সেল অর্ডার ও বাড়বে। সুতরাং, কোনো একটা কয়েন পাম্প করার পর যতক্ষন এটা কারেকশন না হচ্ছে, সেই কয়েন বায় করা বুদ্ধিমানের কাজ হবে না। বিটকয়েন ৭০ হাজার ডলারে যাওয়ার পরেও অনেকে কয়েন কিনেছে কারন তারা মনে করেছে এটা আরো বাড়বে। তারপর বিটকয়েন মারকেট আবার ১৬ হাজার ডলারেও এসছে।