Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Zone
on 17/07/2023, 20:42:37 UTC
⭐ Merited by Crypto Library (1)
আসসালামু আলাইকুম ভাইয়েরা ,  আশা করি সবাই ভাল আছেন।  এটা  আমার  বাংলাদেশ কমিউনিটিতে প্রথম পোস্ট। 
আমি মূলত  এই ক্রিপ্টো  জগতে একদমই নতুন।  শখের বসে একাউন্ট খোলা হয়েছিল এক বন্ধুর কাছ থেকে ইনফরমেশন পেয়ে,  এখন কিছুটা খালি সময় কাটতেছে তাই ভাবলাম এখান থেকে  নতুন কিছু শেখা যাক।
যাইহোক আজকে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে,  ফোরামে দেখতেছি বেশিরভাগ  ক্ষেত্রেই মানুষ বিটকয়েন হালবিং নিয়ে কথা বলছে,  আর বেশিরভাগই  এটা বলছে যে বিটকয়েন এর প্রাইস পরবর্তী  হালবিং এ  আকাশচুম্বি হবে।  বিটকয়েন হালবিং বিষয়টা কি?   আর এই সময় কেন  বিটকয়েন এর দাম  বাড়বে?