আমরা জানি যে ফিউচার ট্রেডিং অনেক রিস্কি তবুও বেশি লাভের লোভ আমাদের ফিউচার ট্রেডিং করতে আগ্রহী করে তোলে। আমি নিজেও অনেক টাকা লস করেছি ফিউচার ট্রেডিং করে যা মনে করলে আমার নিজেরি অনেক খারাপ লাগে। যাইহোক আমি কাউকে ফিউচার ট্রেডিং করার জন্য উৎসাহিত করছিলে। তবে যারা এটি করে থাকেন তাদেরকে কিছুটা পরামর্শ দিচ্ছি যেন তারা খুব বেশি লসের সম্মুখীন না হন। আমি গ্যারান্টি দিতে পারবো না যে এসব স্টেপ ফলো করলে আপনারা অনেক বড় কিছু হয়ে যাবেন এবং অনেক অনেক টাকা প্রফিট করতে পারবেন। তবে আমি একটি উপদেশ দিচ্ছি যে যদি আপনারা Binance Future অপশন থেকে
Leaderboard টপ ১,২,৩ এদের ট্রেডিং ফলো করেন সেক্ষেত্রে প্রফিট করার কিছুটা সম্ভাবনা এবং কনফিডেন্স পাবেন। আমি নিচের স্ক্রিনশট এর মাধ্যমে এগুলো বুঝিয়ে দিচ্ছি কিভাবে লিডারবোর্ড থেকে টপ ট্রেডারদের ফলো করবেন।
Step 1
Step 2
Step 3
step 4
প্রথমে
Future অপশনে জান এরপর
Leaderboard এ গিয়ে
Top Future Trader list থেকে টপারদের প্রফাইল ভিউ করুন তারপর তার প্রফাইল থেকে
Position অপসনে গেলে দেখতে পাবেন সে বর্তমানে কোন টোকেনটি ফিউচারে কিনেছেন কত দামে
Entry নিয়েছে। তবে এখানে দেখা যাবে না যে সে কত x Leverage নিয়েছে এক্ষেত্রে আপনি ৩-৫ গুন ব্যবহার করুন। এবং দীর্ঘসময় এটি ধরে না রেখে ৫-৬$ এর মতো প্রফিট হলেই ছেড়ে দিন। এভাবে প্যানিক না হয়ে প্রতিদিন অল্প অল্প করে ট্রেড করুন। আশা করি বড় দলের রসের সম্মুখীন হতে হবে না। তবে ফিউচার ট্রেনিং যেহেতু অনেক রিস্কি তাই সবসময় এটি থেকে সতর্ক থাকুন।