Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
shasan
on 18/07/2023, 16:56:43 UTC
আমাদের বাংলা লোকাল থ্রেড ২০১৪ সালে তৈরি করা হয়েছিল। এখন পর্যন্ত মোট পোস্ট করা হয়েছে ১০৫১৫ টি, এবং মোট পেজ হইছে ৪০০। এই ৪০০ পেজে সর্বোচ্চ পোস্ট করেছে ১ নাম্বারে আছেন Little Mouse ভাই মোট ৪৩১ টা পোস্ট করেছেন। আমি প্রথম ২০ জন পোস্ট দাতার নাম উল্লেখ করলাম।
আমি তো পোস্ট ই করি না তবু আমার র‍্যাঙ্ক টপ টেনে দেখে খুব আনন্দিত হইলাম। এত কষ্ট করে টপ টোয়েন্টি লিস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। শুধু তাই নয় আপনি টপ টুয়েন্টিতে আছেন এজন্য আমার খুব ভালো লাগলো এবং এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি সবাই মিলে এই টপিকটা একটিভ রাখলে একদিন আমরা অবশ্যই একটা লোকাল বোর্ড পাব।