Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin_people
on 18/07/2023, 16:59:04 UTC
৪০০ তম পেজ 💪

[পিকচারটি গুগল থেকে ডাইনলোড করে এডিট করা হয়েছে]

আমাদের বাংলা লোকাল থ্রেড ২০১৪ সালে তৈরি করা হয়েছিল। এখন পর্যন্ত মোট পোস্ট করা হয়েছে ১০৫১৫ টি, এবং মোট পেজ হইছে ৪০০। এই ৪০০ পেজে সর্বোচ্চ পোস্ট করেছে ১ নাম্বারে আছেন Little Mouse ভাই মোট ৪৩১ টা পোস্ট করেছেন। আমি প্রথম ২০ জন পোস্ট দাতার নাম উল্লেখ করলাম।
1. Little Mouse [431]
2. Review Master [289]
3. Crypto Library [213]
4. Learn Bitcoin [166]
5. LDL [161]
6. sammikhan [158]
7. shasan [149]
8. roksana.hee [142]
9. Mr.corol [107]
10. tjtonmoy [100]
11. Bitcoin_people [86]
12. naim027 [79]
13. wtsimis [79]
14. Bd officer [74]
15. Gripson [70]
16. BitCoinDream [66]
17. DTalk [65]
18. Fatemablabla [64]
19. Ariyan420 [62]
20. Pffrt [62]

ইনফরমেশনটি এখান থেকে নেওয়া হয়েছে
বাংলা লোকাল বোর্ডের জন্য প্রশংসনীয় ৪০০ তম পেজে আমরা আসতে সক্ষম হয়েছি।
সত্যিই দেখা ভালো লাগছে সকলেই অনেক সময় ব্যয় করেছেন যার ফলে এত দূর পর্যন্ত আমরা অতিক্রম করতে পেরেছি।
আমাদের সকলের উচিত আরও সময় বেশি দেওয়া তাহলে হয়তো আমাদের পরবর্তী টার্গেট স্পর্শ করতে পারব।
৪০০ তম পেজের জন্য সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। 🥰🥳