Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
2Pizza410000BTC
on 19/07/2023, 03:00:51 UTC
⭐ Merited by Bd officer (1)
৪০০ তম পেজ 💪

[পিকচারটি গুগল থেকে ডাইনলোড করে এডিট করা হয়েছে]

আমাদের বাংলা লোকাল থ্রেড ২০১৪ সালে তৈরি করা হয়েছিল। এখন পর্যন্ত মোট পোস্ট করা হয়েছে ১০৫১৫ টি, এবং মোট পেজ হইছে ৪০০। এই ৪০০ পেজে সর্বোচ্চ পোস্ট করেছে ১ নাম্বারে আছেন Little Mouse ভাই মোট ৪৩১ টা পোস্ট করেছেন। আমি প্রথম ২০ জন পোস্ট দাতার নাম উল্লেখ করলাম।
1. Little Mouse [431]
2. Review Master [289]
3. Crypto Library [213]
4. Learn Bitcoin [166]
5. LDL [161]
6. sammikhan [158]
7. shasan [149]
8. roksana.hee [142]
9. Mr.corol [107]
10. tjtonmoy [100]
11. Bitcoin_people [86]
12. naim027 [79]
13. wtsimis [79]
14. Bd officer [74]
15. Gripson [70]
16. BitCoinDream [66]
17. DTalk [65]
18. Fatemablabla [64]
19. Ariyan420 [62]
20. Pffrt [62]

ইনফরমেশনটি এখান থেকে নেওয়া হয়েছে
বাংলাদেশ তুমি এভাবেই পথ চল। তোমার এভাবে পথ চলায় আমাদের বড় অর্জনের দিকে নিয়ে যাবে।
বাংলাদেশের অগ্রযাত্রায় যারা ভূমিকা রেখেছেন তাদের জানাই অনেক অনেক অভিনন্দন। চারশতম পেজ যাদের লেখনীর মাধ্যমে অর্জিত হয়েছে তারা আসলেই এই বাংলাদেশ থ্রেডের জন্য এক একটি উজ্জ্বল নক্ষত্র। যদিও আমি সেরা পোস্টদাতাদের তালিকায় আসতে পারিনি তবু ও ভবিষ্যতে চেষ্টা করব বাংলাদেশ ছেড়ে সেরাদের তালিকায় আমার নামটি আসতে।
@Little Mouse
@Review Master
@Shasan
@Crypto Library
@learn Bitcoin
@LDL
এই ভাইগুলো এই বছরে প্রায় 100 টির বেশি পেজ সৃষ্টি করতে সহায়তা করেছে। যদিও ম্যানুয়ালি পেজগুলো কাউন্ট করেছিলাম। আমার মনে হয় যেভাবে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেড চলছে এভাবে চলতে থাকলে এই বছরের বাকি সময়গুলোতে আরো একশত পেজ হবে বলে আশা করা যাচ্ছে।