Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Essential10
on 19/07/2023, 08:56:15 UTC
আসসালামু আলাইকুম বাংলা লোকাল বোর্ড ফোরামের সকল সদস্যদের,আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমাদের দেশের সরকারি বেসরকারি দুই টাইপের ইউনিভার্সিটির সংখ্যা অনেক বেড়েছে। আগে যখন দশ বছরে দুই থেকে আড়াই লক্ষ শিক্ষার্থী গ্রাজুয়েট কমপ্লিট করত ওই সংখ্যাটা এখন চার থেকে পাঁচ লক্ষে উন্নীত হয়েছে। তো আমাদের যে একটি আর্থ সামাজিক প্রেক্ষাপট আছে এই যে আমাদের শিক্ষিত মানুষজন বেকার যারা আছে ওরা তো বিভিন্ন অশোভন কাজ করতে চায় না তাদের একটা স্ট্যাটাস আছে কিন্তু ওরা যে টাইপের চাকরি চাচ্ছে ওই টাইপের চাকরির সুযোগই তৈরি হচ্ছে না। বর্তমানে বাংলাদেশের দুইটি এরিয়াতে চাকরির সুযোগটা বেশি একটা হল উৎপাদনশীল আর একটি হল কৃষিখাত। কিন্তু এই দুই খাতে কারিগরি ভাবে দক্ষ লোকের চাহিদা বেশি বরং আমরা যে শিক্ষিত বেকার প্রডিউস করতেছি তাদের থেকে। ফলে আমাদের দেশের বড় একটা অংশ বেকারত্বের মধ্যে পড়ে যাচ্ছে এবং আমি নিজেও এই ক্যাটাগরির মধ্যে অন্তর্গত। কয়েক মাস আগে আমি আমার এক বড় ভাইয়ের মাধ্যমে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। তাই চিন্তা করে দেখলাম যে বসে থাকার থেকে নতুন একটা কিছু শেখার চেষ্টা করি। বাংলা লোকাল বোর্ড ফোরামের এটি আমার প্রথম পোস্ট এবং সকলে সার্বিক সহযোগিতা করবেন নতুন কিছু শিখতে পারি আপনাদের মাধ্যমে।