Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
sj13
on 19/07/2023, 13:38:25 UTC



আমরা আজ খুবই আনন্দিত যে আমাদের বাংলা লোকাল বোর্ডে আজকে ৪০০ তম পেজ সম্পূর্ণ করা হয়েছে আলহামদুলিল্লাহ।

BitCoinDream ভাইকে অনেক ধন্যবাদ যে আমাদের মাঝে বাংলা লোকাল বোর্ড উপস্থাপন করেছে। এবং আমাদের মাঝে অনেক পোস্ট করেছেন  Little Mouse অনেক ধন্যবাদ আপনাদেরকে।  আজকে আমরা অনেক দূর  এগিয়ে গিয়েছি বাংলা লোকাল বোর্ড থেকে।
সকল ইউজারদেরকে আমি ধন্যবাদ জানাই যে তাদের জন্য আজকে আমাদের এই বোর্ডে  400 তম পেজ সম্পূর্ণ হয়েছে। অনেকে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন এবং উত্তর দিয়েছেন। আমাদের অনেক জানা বা অজানা অনেক প্রশ্নই তারা সমাধান করেছেন
সকল সিনিয়র জুনিয়র মেম্বারদের কে  ধন্যবাদ 

এভাবে আমরা রেগুলার একটিভ থেকে পোস্ট করে আরো দূর এগিয়ে  নিয়ে যেতে পারি বাংলা লোকাল বোর্ড টিকে।

এবং আমরা সামনে আরো ভালো ধরনের কিছু  সময় উপহার পাব। এবং সিনিয়র ভাইদেরকে আমি বিনীত অনুরোধ জানাই যে। এখানে প্রতিনিয়তই সুন্দর সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য.....

ধন্যবাদ এবং শুভকামনা