আসসালামুয়ালাইকুম......
আমার একটা প্রশ্ন ছিল.....?
আমরা অনেক সময় খেয়াল করে দেখি আমাদের ওয়ালেটে বিশেষ করে Trust ওয়ালেটে অনেক ধরনের নতুন টোকেন আসে .অনেক সময় আমরা না বুঝেই সেই টোকেন গুলোকে swap করতে যায় তখন টোকেন গুলোর মূল্যও দেখায়, এই সময় আমাদের ওয়ালেট থেকে BNB কেটে নেয় কিন্তু swap করা যায় না. এভাবে আমরা অনেকেই প্রতারণার শিকার হই বিভিন্ন ধরনের স্ক্যাম বা ফেক টোকেনের মাধ্যমে.
আমার প্রশ্ন হল: এই টোকেন গুলো ফেক নাকি আসল কিভাবে বুঝব..?
যারা এই বিষয়ে জানেন তারা যদি একটু বিস্তারিত বলতেন এবং এটা কিভাবে চেক করব এই বিষয়ে বিস্তারিত বলতেন , তাহলে আমার মনে হয় এই প্রতারণা থেকে অনেকেই উপকৃত হতো.