বিটকয়েন টক ফোরামের জন্য কাস্টম ইউজার নোট
প্রথম এর ব্যবহার বলে নেই,
এটির ব্যবহার মূলত আপনি বিটকয়েন টক ফোরামের যে কোন ইউজারকে বা ইউজারের প্রোফাইলে কাস্টম ভাবে নিজের মতন করে নোট দিয়ে রাখতে পারবেন, যারা বিভিন্ন সার্ভিসের সাথে জড়িত তাদের নিকট এটা বেশি কার্যকরী।
মূলত এটাকে সহজ ভাষায় বলবো নিজের পার্সোনাল ট্যাগিং।
ধন্যবাদ এটা শেয়ার করার জন্য। এই জিনিস টা আসলে কিছু ডিটি মেম্বারের দরকার। আমি নাম বলতে চাই না। ফোরামে কিছু ডিটি মেম্বার আছে যারা হুদাই নিউট্রাল ট্যাগ দিয়ে বসে থাকে আর বলে এটা তার পারসোনাল নোট। তোমার পারসোনাল নোট তো আর কমিউনিটির জানার দরকার নাই। নিউট্রাল ট্যাগ তখনই দেওয়া উচিৎ যেটা কমিউনিটির জানা দরকার। যেমন শিট পোষ্টার, লোন নিয়েছে বা অন্যান্য নোট যেগুলো কমিউনিটির জানা উচিৎ।
আমি এমন ও নিউট্রাল দেখেছি যেখানে লেখা আমি তাকে এটা রিকোয়েষ্ট করেছি, সে আমার রিকোয়েষ্ট রাখে নাই

, ভাই এইটা কোনো নিউট্রাল ট্যাগ হইলো? এইটা কমিউনিটির জানার দরকার? আরো অনেক ইউজলেস নিউট্রাল ট্যাগ আছে। যেহেতু নিউট্র্যাল ট্যাগ এ কোনো ইফেক্ট পরে না, তাই এটা নিয়ে কথা হয় না।