আচ্ছা Crypto Library ভাই এডিট কিভাবে করব ? এডিট অপশনে ক্লিক করলে তো এগুলোই চলে আসে আবার , এ বিষয়টি আসলে ভাই আমি বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ
Crypto Library ভাই আপনাকে সুন্দর করে বুঝিয়েছেন আমিও আপনাকে একটু বুঝানোর চেষ্টা করি। প্রথমে আপনি এডিট অপশনে ক্লিক করবেন আপনাকে বুঝানোর সাপেক্ষে আমি একটা স্কিনশট দিচ্ছি দেখে নিতে পারেন।

এর পরবর্তীতে আপনি আপনার পুরাতন পোস্টে যে লেখাগুলো বাদ দিতে চান দেই লেখা খুলো কেটে দিবেন।

সর্বশেষ আপনাকে লেখা এডিট করা হলে আপনাকে সেব অপশনে ক্লিক করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন।
বিশেষ দ্রষ্টব্য, পিকচার গুলি বিটকয়েনটক ফরম থেকে স্কিনশট নেওয়া