Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
BD Crypto
on 21/07/2023, 12:38:26 UTC
আমার মতো অনেক নতুন মেম্বার Bitcointalk থেকে আয় করতে এবং শিখতে চাই। তবে আমাদের সিনিয়রদের কাছ থেকে সঠিক গাইড দরকার। কিভাবে ব্যান থেকে আমাদের একাউন্ট বাচাবো, কিভাবে আমাদের একাউন্ট এর মেরিট বাড়াবো?
এ সম্পর্কে সিনিয়ররা কিছু উপদেশ দিলে অনেক উপকৃত হবো।
আপনাকে গতকাল ফোরামে কিভাবে নিজেকে গ্রো করবেন এবং সঠিক ব্যবহার করবেন এই বিষয়ে উপদেশ ও কিছু গুরুত্বপূর্ণ লিংক সংযুক্ত করে দেয়া হয়েছিল। আপনি কি ওই পোস্টগুলো পড়েছেন?
যদি পড়ে না থাকেন তাহলে আবার পড়ে নিন এবং ফোরামের রুলস গুলো সম্পর্কে আগে ভালোভাবে জানুন । আগের পোস্টটি: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62577208#msg62577208

কিভাবে ফোরাম থেকে আয় করবেন:

১. আপনি কি ফোরামের বাউন্টি সেকশন সম্পর্কে অবগত আছেন? এখানে বিভিন্ন প্রজেক্ট এর প্রমোশনাল ক্যাম্পেন শেয়ার করা হয় এবং ক্যাম্পিং গুলোতে অংশগ্রহণ করলে তাদের নিজস্ব টোকেন বা কিছু কিছু ক্যাম্পেইনে স্টেবল টোকেন রেওয়ার্ড হিসেবে দেওয়া হয়। এর মাধ্যমে খুব দ্রুত ফোরাম থেকে আর্নিং করা যায় এবং এটা খুব জনপ্রিয় একটি উপায়। রানিং ক্যাম্পেইন গুলো দেখতে ও অংশগ্রহণ করতে Bounties (Altcoins) বোর্ডটি ভিজিট করুন। এখানে আপনার social account গুলো যেমন টুইটার, ফেসবুক ইত্যাদিতে যত বেশি ফলোয়ার থাকবে তত বেশি শেয়ার পাবেন। টেলিগ্রাম ও ব্লগ ইত্যাদি অন্যান্য ক্যাম্পেইন এ জয়েন হতে পারবেন। প্রতিরাত ক্যাম্পেইনে জয়েন হওয়ার আগে অবশ্যই রুলস গুলো পড়ে নিবেন। সবগুলো ক্যাম্পেইন থেকেই আপনি পেমেন্ট পাবেন না বা ভালো পরিমাণে আয় করতে পারবেন না তাই জয়েন করার আগে অবশ্যই ভালো ক্যাম্পেইন গুলো নির্বাচন করবেন।

কিভাবে ব্যান থেকে বাঁচাবো ও অ্যাকাউন্টে মেরিট বাড়াবো?
ব্যাংক থেকে বাঁচানোর একটাই উপায় সেটা হচ্ছে ফোরামের রুলস গুলো যথাযথভাবে ফলো করা। রুশ সম্পর্কিত বেশ কয়েকটি লিংক আপনাকে আগের মেসেজে দেয়া হয়েছে। আর একাউন্টে মেরিট পাওয়ার জন্য কিছু দিকনির্দেশনা সম্বলিত লিংক ও আগের মেসেজে দেয়া হয়েছে। আগে সেগুলো ভালোভাবে পড়ুন। খুব সংক্ষেপে বলতে গেলে ফোরামে সময় দিবেন ভালো ভালো পোস্ট করবেন অন্যদের হেল্প করবেন এবং বিভিন্ন রিসোর্স শেয়ার করবেন। অর্থাৎ আপনার প্রতিটা পোস্টি যেন গুরুত্বপূর্ণ অর্থ বহন করে এই চেষ্টা করবেন তাহলে খুব সহজেই ফোরামে মেরিট পাবেন।