Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin_people
on 21/07/2023, 16:29:00 UTC
আপনারা কেউ কি জানেন 1 পাই সমান কত USD?
আপনারা যদি এই সম্পর্কে জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন।
ভাই এটা আসলে কেউ বলতে পারবে না সঠিকভাবে এর আগে আমি একটি টেলিগ্রাম গ্রুপে দেখেছি তাঁরা PI Token Buy & Sell করা নিয়ে কথা বলছে। সেখানে একজন ব্যক্তি প্রতিটি PI এর মূল্য $0.30 করে কেনার জন্য খুবই আগ্রহী হয়েছিল।
আমি মনে করি এটা এখনো সেল করা যায় না তাদের রোডম্যাপ অনেক বড় হয়তো 2026 সালে এর এক্সচেঞ্জ আনার সম্ভাবনা রয়েছে।
তবে আপনি শুধু শুধু এর পেছনে সময় নষ্ট না করে অন্য কাজে মনোযোগ দিন এটা বিক্রি করা যায় না।
তবে mainnet যারা করেছে তাদের কিছু টোকেন হয়তো বিক্রি করতে পেরেছেন আমি সঠিক বলতে পারলাম না দুঃখিত।
আপনি এটি মাইনিং করতে থাকেন যখন এক্সচেঞ্জ আসবে তখন বিক্রি করার মত সুযোগ থাকতে পারে পারলে কেওয়াইসি করে রাখেন।