Post
Topic
Board Other languages/locations
Re: কাস্টম ইউজার নোট এবং কোড গুলোকে ক্লিক বোর
by
Little Mouse
on 22/07/2023, 15:00:09 UTC
বিশাল বড় ধরনের বা* খেয়েছি এই স্কাম টোকেনে বিনিয়োগ করে  Grin

স্ক্যাম কয়েন তা ঠিক তবে আপনি জেনে শুনেই বিনিয়োগ করেছেন। যতগুলো এক্সচেঞ্জই পাই কয়েন তালিকাভুক্ত করেছে, আমি যতদুর জানি, তারা সবাই এইটাকে স্পষ্টভাবে IOU কয়েন হিসেবে উল্লেখ করেছে। সুতরাং, তাদের দোষ আসলে নেই। আপনি যদি তাদের এনাউন্সমেন্ট পড়তেন, তাহলে নিশ্চয়ই জানতেন যে আপনি এই কয়েন উইথড্র করতে পারবেন না। যাই হোক, এইটা একটা অভিজ্ঞতা। আশা করি পরবর্তীতে আপনার এই অভিজ্ঞতা আপনাকে অনেক বড় লস থেকে বাচাবে।
ক্রিপ্টোকারেন্সি জগতে অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। যেগুলো একজন নন-ক্রিপ্টো ব্যবহারকারীর পক্ষে সহ্য করা খুবই কঠিন। কিন্তু, এইগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে। আরো শিখতেছি। সব ভুলকেই বাংলাদেশ ক্রিকেট দলের হারের মত অভিজ্ঞতা হিসেবেই নিচ্ছি  Grin