Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 23/07/2023, 07:08:55 UTC
⭐ Merited by hugeblack (1)
আমরা বর্তমান সময়ে ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম বিটকয়েন বিয়ার মার্কেটের মধ্যে অবস্থান করছি। ২০১৫ এর সালে বিয়ার মার্কেট ৩৮৬ দিন যাবত দীর্ঘছিলো। ২০১৯ সালে ২০৪ দিন ছিলো, ২০২০ সালে ৩৭ দিন যাবত দীর্ঘ ছিলো। কিন্তু বর্তমান সময়ে ২০২২-২০২৩ সালে এখন পর্যন্ত ৪৯০ দিন ধরে বিয়ার মার্কেট অবস্থান করছে। আমরা মনে হচ্ছে খুব শিগ্রই বুল মার্কেট দেখতে পাবো মনে হচ্ছে ২০২৪ সালে দেখতে পাবো।