আমি একটা Bitcointalk আইডি খুলেছি কিন্তু সেই আইডিটা Active করার জন্য আমার থেকে কিছু BNB টোকেন চাচ্ছে। এরকম কোনো উপায় নেই যে বিনামূল্যে আমার আইডিটা আমি বিনামূল্যে খুলতে পারি। কারও জানা থাকলে আমাকে জানাবেন প্লিজ।
বিটকয়েনটক একাউন্ট খোলার পর কখনোই আপনার কাছে BNB টোকেন চাইবে না। ফোরাম শুধুমাত্র বিটকয়েন এ এভিল ফি গ্রহন করে থাকে। আপনার ক্ষেত্রেও এর ব্যাতিক্রম হবে না। একাউন্টে ফি চাচ্ছে এতে আসলে আপনার দোষ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আপনার একই আইপি ব্যাবহার করে ফোরাম থেকে কেউ হয়তো ব্যান হয়েছে। যাই হোক, ফোরামে এভিল ফি দেয়া ছাড়াও হোয়াইটলিষ্ট হওয়া যায়। সেক্ষেত্রে যারা হোয়াইটলিষ্ট করে তাদেরকে আপনার কনভিন্স করতে হবে।
Remove Proxyban (evil fees) - email to get whitelisted for free এই থ্রেড এ যারা হোয়াইটলিষ্ট করে তাদের ইমেইল দেয়া আছে। আপনি চাইলে তাদেরকে ইমেইল করতে পারেন। আরেক ভাবে করা যায় তা হলো কেউ যদি ভাউচ করে তাহলে হয়তো হোয়াইট লিষ্ট করতে পারে। যেহেতু আপনার লো রেংক একাউন্ট, আপনার ভাউচ গ্রহন করবে বলে মনে হয় না। তবে বাকি টা আপনার ইচ্ছা।