Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
King333
on 23/07/2023, 12:21:49 UTC
⭐ Merited by Z_MBFM (1)
আমি একটা Bitcointalk আইডি খুলেছি কিন্তু সেই আইডিটা Active করার জন্য আমার থেকে কিছু BNB টোকেন চাচ্ছে। এরকম কোনো উপায় নেই যে বিনামূল্যে আমার আইডিটা আমি বিনামূল্যে খুলতে পারি। কারও জানা থাকলে আমাকে জানাবেন প্লিজ।

একটি Bitcointalk আইডি বিনামূল্যে খোলার কয়েকটি ধাপ

১. আপনাকে অবশ্যই একটা VPN ডাইনলোড করে Country America, Canada বা অন্য যেকোনো দেশ সিলেক্ট করতে হবে।

২. আপনাকে অবশ্যই একটা নতুন Gmail আইডি দিয়ে আপনার Bitcointalk আইডিটা খুলতে হবে।

৩. আপনাকে অবশ্যই আপনার Bitcointalk আইডির জন্য এমন একটা নাম বাছাই করতে হবে, সেই নামে যেন এর আগে কেউ কোনো Bitcointalk আইডি খুলেনি।

এই তিনটা ধাপ অনুসরণ করলে আপনার Bitcointalk আইডিটাকে আপনি বিনামূল্যে খুলতে পারবেন।