একটি বিটকয়েন টক আইডি সাসপেন্ডেড হলে সেটা কি অন্য একটি বিটকয়েন টক আইডি দিয়ে দেখার সুযোগ রয়েছে যে এটি সাসপেন্ডেড কিনা? নাকি থার্ড পার্টি সাইট এর হেল্প নেওয়া লাগে। কিছুদিন আগে একটি সাসপেন্ডেড আইডি নিয়ে আমাদের বাংলা লোকাল গ্রুপে কথা হচ্ছিল কিন্তু আমি ওই আইডির প্রোফাইলে ঢুকে কিছুতেই বুঝতে পারছিলাম না এটা কি আসলে সাসপেন্ডেড আইডি নাকি অন্য কিছু। দয়া করে বড় ভাইরা একটু হেল্প করবেন একটি আইডি সাসপেন্ডেড কিনা সেটা কিভাবে বের করা যায় বা বোঝা যায়। আমার জানা মতে এই সাইটের মাধ্যমে আইডি চেক করা যায়।
https://bpip.org/কিন্তু আমি জানতে চাচ্ছিলাম নরমালি বিটকয়েন টক আইডির মাধ্যমে সাসপেন্ডেড একাউন্ট দেখা যায় কিনা।