আমার জানামতে ফোরাম থেকে নরমালি দেখা যায় না। যদি না মোডারেটর রা শেয়ার করে যে অমুক আইডি টি ব্যান করা হয়েছে। আপনি যে সাইটটি মেনশন করেছেন, ম্যাক্সিমাম লোকজন এই সাইট ব্যাবহার করেই তথ্যগুলো চেক করে থাকে। তবে bpip একটি ব্রাউজার এক্সটেনশন ও আছে যেটা ব্যাবহার করলে আপনাকে bpip এর ওয়েবসাইট এ যাওয়া ছাড়াই ফোরামের প্রোফাইল ভিজিট করে দেখতে পারবেন কোনো একাউন্ট ব্যান হয়ে আছে কি না। আমাদের বাংলাদেশ থ্রেড এর প্রথম পেইজেই কয়েকটা ব্যান করা একাউন্ট এর পোষ্ট আছে।
এটি সত্যিই অসাধারণ ভাই। এক্সটেনশনটি নেওয়ার পরে এখন সবকিছু ডিসপ্লে তে দেখা যায়। যাক আরো অনেক কিছু সহজ হয়ে গেল। ধন্যবাদ ভাই। ❤️❤️❤️