যাইহোক একটা স্মৃতিচারণ, প্রথমেই সবার নিকট মাপ চেয়ে নিতেছি এটা কোন ভালো টপিক এর মধ্যে হয়তো পড়ে না আলোচনা জন্য।...
...আবেগের বসে অনেক কিছুই বলে ফেললাম আর আননেসেসারি পোষ্টের জন্য কেউ রাগ করবেন না।
বিষয়টা কিন্তু ভাই আননেসেসারি না আমার মতে। এটা একটা সুন্দর উদাহারন। ফোরামে যারা নতুন আসে, তাদের এরকম প্রশ্ন থাকবে এটাই স্বাভাবিক। আমি তো মনে করি, যারা প্রশ্ন করে, তারাই এগিয়ে যায়। যারা কোনো প্রশ্ন করে না, চুপচাপ নিজের মতো করে কাজ করতে থাকে, তারাই ভুল করে। আগে আমাদের থ্রেড এ অনেক কম মানুষ ছিলো। উত্তরের জন্য বেশি সময় অপেক্ষা করতে হতো। এখন তো আস্তে আস্তে লোকজন বাড়ছে। এইযে আজকের যে নতুন লোকজন এসে প্রশ্ন করছে, ২০২৪ বা ২৫ এ এসে এনারাও এরকম একটা পোষ্ট করবে, এটাই আমরা আশা করি। আমরা সবাই ফোরামের নতুন সময় কিছু না কিছু নিয়ে কনফিউজড থাকি। কেউ তো ফোরামে আসার আগেই সব কিছু শিখে আসে না। ফোরামে আসার পর সবাইকেই শিখতে হয়। আপনার পুরাতন পোষ্ট দেখে ভালো লাগলো।