Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 24/07/2023, 13:00:49 UTC
Airdrop link: https://www.catly.io

একাউন্ট করার জন্য যা লাগে:

ভ্যালিড জিমেইল
ভেরিফাইড বাইনান্স একাউন্ট পে আইডি
USDT Bep20 address

ফোরামের যে কোনো পোষ্ট এ রেফার লিংক পোষ্ট করা নিষেধ। আপনি যে লিংক শেয়ার করেছেন, এটাতে রেফার লিংক সহ পোষ্ট করেছেন যা ফোরামের নিয়ম বিরুধী। যে উদ্দ্যেশ্যই থাকুক আপনার, যেটা নিষেধ, সেটা করতে পারবেন না। এডিট করে আপনার লিংক টি ঠিক করে দেয়ার পরামর্শ থাকবে। নইলে ছোট ভুলের কারনে বড় খেসারত দিতে হতে পারে। সুতরাং আগে থেকেই এটা সংশোধন করে ফেলুন যাতে করে পরবর্তীতে কোনো প্রকার ঝামেলায় না পড়তে হয়।

আর কোন এয়ারড্রপ লেজিট আর কোনটা স্ক্যাম, সেটা দেখেই বলা যায় না। একটু রিসার্চ এর ব্যাপার আছে। যারা এয়ারড্রপ হান্ট করে থাকে বা এসব প্রজেক্ট নিয়ে কাজ করে, ওনাদের কাছে ভারো সাজেশন পাবেন। Review Master ভাই আশে পাশে থাকলে একটু সাড়া দিয়েন।