Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Dimitri94
on 24/07/2023, 17:57:17 UTC
বিটকয়েন-এ বিনিয়োগ করা কি লাভজনক?
যারা ২০২১ সালের পূর্বে বিনিয়োগ করে দীর্ঘ সময় বিনিয়োগ ধরে রেখেছিলেন তারা বিটকয়েন থেকে অনেক প্রফিট পেয়েছেন। আপনি এই বিষয়ে আরেকটু চিন্তা করে দেখেন এই ২০২৩ সালে বিটকয়েন ১৫K ছিল যারা সঠিক সময়ে বিনিয়োগ করেছিল তারা এখন ১০০% লাভ দেখছেন । তাই বিটকয়েনে সঠিক সময়ে বিনিয়োগ করলে অবশ্যই লাভজনক হয়।
বিটকয়েনের ভোলাটিলিটির কারনে অনেকেই মনে করেন যে প্রাইস হয়ত কারেকশন হবে বা আমরা কিছুটা ডিপ থেকে ক্রয় করতে পারব। কিন্তু কখন কখন সেই ডিপ আর ফিরে আসবে না। সময় চলে গেলে যেমন সেটি পাওয়া সম্ভব নয় তেমনি বিটকয়েনের ডিপ চলে গেলেও সেটি পাওয়া সম্ভব নয়। কথাটি এজন্য বললাম। আমি 2017-2018 সালে বিটকয়েন প্রাইস দেখেছিলাম মাত্র 6000 ডলার সেই সময় ক্রয় করার মত যথেস্ট ব্যবস্থাও ছিল কিন্তু সেটিকে গুরুত্ব দেয়নি। যখন মার্কেট 9000 হাজারে পৌছাল তখন মনে হত এটি আর উঠবে না। কিন্তু 2021 সালে কোন অবস্থায় গিয়েছিল তা সবারই জানা। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এটি নিশ্চিতভাবে বলা যায় যে বিটকয়েন আর কোন দিন সেই পজিশনে আসবে না। সময়ের পরিবর্তনের সাথে বিটকয়েনেরও সেই অবস্থারও পরিবর্তন হয়ে গেছে। তাই অতীত নয় বর্তমান সময়টিকেই গুরুত্ব দেওয়া উচিত। বিটকয়েন ক্রয় করার ইচ্ছা থা্কলে এখনি উপযুক্ত সময়।