
হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। এই বিষয়টি এখানে শেয়ার করা ঠিক হচ্ছে কি'না আদৌ তা জানি'না ভুল হলে ক্ষমা করবেন। আমি ইদানিং দেখতে পারছি যে সোশ্যাল মিডিয়া অনেক তোলপাড় শুরু হয়ে গিয়েছে। Trust Wallet এই Forsage.io ওয়েবসাইটা নিয়ে। বিশেষ করে Tik Tok facebook এই সোশ্যাল মিডিয়াতে এ বিষয়ে অনেক পোস্ট আমি দেখতে পারছি আসলে জানিনা এই ওয়েবসাইট টা কেমন। এটা কি আদৌ রিয়েল সাইট নাকি ফেক যদি আপনারা জানেন বা এ বিষয়টি করে থাকেন তাহলে আমাকে জানাবেন প্লিজ।
এই বিষয়টি নিয়ে আমাকে অনেক মানুষই প্রশ্ন করছে বা মেসেজ করছে। তাই আমি আপনাদের মাঝে এই বিষয়টি শেয়ার করলাম।
আশা করছি উত্তর পাবো