অনেকে দেখলাম এই সাইটটিকে সম্পূর্ণ ডিসেন্টালাইজড ব্লকচেইন সাইট আরো এই সেই কত কিছু বলে প্রমোট করছে কিন্তু তাদের প্রমোশনের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে তাদের রেফার আর্ন করা বা গ্রুপ বাড়ানো। আপনি নিশ্চয়ই MTFE সম্পর্কে শুনেছেন যেটা একটি এমএলএম সাইট অর্থাৎ একজনের পেমেন্ট আর একজনকে দিবে এভাবে রেফারের মাধ্যমে সংখ্যা বাড়াবে আর অদূর ভবিষ্যতে স্ক্যাম করবে। ঠিক তেমনি কিন্তু নতুন উপায়ে স্ক্যামার রা তৈরি করেছে আরো একটি এমএলএম সাইট কিন্তু নাম দিয়েছে ডিসেন্ট্রালাইজড। কিন্তু এটা আদৌ ডিসেন্টালাইজড না।
আমার এখনও মনে আছে যে 2012 সালের দিকে আমি বেশ কয়েকটি এম এল এম সাইটে টাকা দিয়ে যুক্ত হয়েছিলাম। তখন আমি এই বিষয়গুলো বুঝতে পারিনি। সেখানে কাজ হিসেবে সেই সাইট গুলোতে ক্লিক করে ভিউ করতে হত বিনিময়ে তারা আমাদের কে কয়েক সেন্ট হিসেবে পেমেন্ট দিত। কিন্তু সেখানে রেফার বোনাস চলত ব্যাপক আকারে। মুলত প্রধান ব্যবসায় ছিল রেফার বোনাস। কিন্তু সরকার যখন ধরা শুরু করল তখন কাউকে পাওয়া যায় নি। সবাই চলে গিয়েছিল যারা বিনিয়োগকারী তারা প্রত্যেকেই হারিয়েছিল। তবে ফোরামে আমি মুলত MTFE বিষয়টি নিয়ে পোস্ট করেছিলাম কারন সেখানে ট্রেডিং কথা বলা হয়। তারা ক্রিপ্টোকারেন্সি এবং ফরেক্স ট্রেডিং এর মত কথা বলে গ্রাহকদের থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। ক্রিপ্টো এবং ফরেক্স ট্রেডিং আমি পছন্দ করি কিন্তু তারা প্রফিটের গ্যারান্টি কিভাবে দেয়? যে যাই বলুক এগুলো হল লোক দেখানো আড়ালে যা চলে তা হল এম এল এম বিজনেস।