Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Queen707
on 27/07/2023, 15:33:06 UTC
এই বাংলা লোকাল থ্রেডে এটাই আমার সর্বপ্রথম পোষ্ট। তবে এই থ্রেডে বেশ কয়েকদিন আগেই এসেছি। অনেকে অনেক পোষ্ট করেছে, সেগুলো পড়েছি । আমার সর্বপ্রথম লক্ষ্য হচ্ছে, আমি বিটকয়েনটক থেকে আয় করতে এবং শিখতে চাই। যারা আমার মতো নতুন, তাদের জন্য সিনিয়র বড় ভাইদের কাছে কোনো উপদেশ আছে ? যে উপদেশগুলো পেলে নতুন মেম্বারদের উন্নতি হবে।

বর্তমানে দেখছি অনেক বিটকয়েনটক আইডি ব্যান হয়ে যাচ্ছে। কিভাবে ব্যান হওয়ার হাত থেকে আমাদের বিটকয়েনটক একাউন্টটি বাচাবো, কিভাবে আমাদের একাউন্ট এর মেরিট বাড়াবো? এ সম্পর্কে জানতে হলে আমাদের সিনিয়র বড় ভাইদের কাছ থেকে সঠিক দিকনির্দেশনা প্রয়োজন। তাই বড় ভাইদের কাছ থেকে এ সম্পর্কে সকল তথ্য জানতে চাই।