আমার টুইটারে ফলোয়ার অনেক কম আমি কিভাবে টুইটারে ফলোয়ার বাড়াতে পারি

বাউন্টি করার জন্য? তাহলে টুইয়েন্ডস সর্বোত্তম। যদিও এই ফলোয়ারগুলো কোন কাজের হয় না, তারা একদম ইন্টারেক্টিভ না।
https://twiends.com/তবে, যদি কোন প্রজেক্টের জন্য ফলোয়ার দরকার হয়, তাহলে উচিত ন্যাচারালি গ্রো করা। অন্যথায়, ফলোয়ার অনেক পাবেন কিন্তু আপনার পোস্টে কোন ইন্টারেকশন পাবেন না।
যারা এইখান থেকে আয় করার উদ্দেশ্য নিয়ে জয়েন করছেন তাদের উচিত আসলে এই ফোরাম সম্পর্কে জানা, এই ফোরামের সঠিক ব্যবহার জানা। তাহলে আয় করা খুবই সহজ হয়ে যাবে। পক্ষান্তরে, এই ফোরামে যদি আয় করার পিছনেই ছুটতে থাকেন, তাহলে লাভের বেলায় শুন্য। কিছুই করতে পারবেন না।