আমি এই ফোরামের নতুন তাই সবার কাছ থেকে একটা হেল্প চাই
আমার টুইটারে ফলোয়ার অনেক কম আমি কিভাবে টুইটারে ফলোয়ার বাড়াতে পারি

টুইটারে ঢুকে নতুন যে পোস্টগুলো দেখবেন সেই পোস্টগুলোতে লাইক আর রিটুইট করবেন।
তাহলে আপনার টুইটার আইডির ফলোয়ার বাড়বে।
এভাবে টুইটারে ভালো ফলোয়ার বাড়ানো সম্ভব। এছাড়া কিছু ফলো গেইন এর একাউন্ট আছে যেখানে পোস্ট করার সাথে সাথে অনেক লোকজন লাইক রিটুইট করে ওখানে সবাই সবাইকে ফলো করে এরকম ২/৩ টা একাউন্ট এ লাইক রিটুইট করলে প্রতিদিন ১০০-২০০ ফলোয়ার বাড়ানো সম্ভব।