ইলোন মাস্ক টুইটার লোগো X-তে পরিবর্তন করেছে
টুইটার থেকে এবার হারিয়ে যাচ্ছে জনপ্রিয় নীল পাখির লোগোটি। সেই জায়গায় যুক্ত হবে নতুন লোগো। পরিবর্তন হবে প্রতিষ্ঠানটির নামও। গত সোমবার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নতুন লোগো প্রকাশ করা হয়েছে। এদিন মার্কিন যুক্তরাষ্ট্র সান ফ্রান্সিসকোতে অবস্থিত প্রতিষ্ঠানটির সদরদপ্তরের দেয়ালে প্রদর্শন করা হয় কালো বেক গ্রাউন্ডের উপর সাদা এক্স অক্ষরের নতুন লোগোটি।
https://i.imgur.com/YCpIn0w.jpg (
/DENBAt5vh5WcjWUi7]ছবিটি এখান থেকে নেওয়া)
এছাড়াও টুইটারের মালিক ইলোন মাস্ক ও এর প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনো সামাজিক যোগাযোগমাধ্যমেটিতেই উন্মোচন করেন নতুন এই লোগো। এতে করে এখন থেকেই প্রতিষ্ঠানটির জনপ্রিয় নীল পাখিটি আর দেখা যাবে না। এছাড়া twitter.com এর জায়গায় ওয়েবসাইটটি দেখা যাবে x.com নামে। এর আগে ইলোন মাস্ক ১৯৯৯সালে x.com নামে একটি অনলাইন আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান গড়ে তোলেন। যা পরিবর্তন হয়ে পরে paypal নামে পরিচিত হয়। গত বছর অক্টোবরে প্রায় চার হাজার চারশ কোটি মার্কিন ডলারে টুইটারের মালিকানা কেনেন ইলোন মাস্ক। এরপরেই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ব্যাপক পরিবর্তন আনতে শুরু করেন তিনি। জানা গেছে চীনা সুপার অ্যাপ উইচ্যাটের মতো টুইটারেও মেসেজিং, অর্থ লেনদেন, কেনাকাটাসহ বিভিন্ন ধরনের নতুন ফিউচার যুক্ত করার পরিকল্পনা করছেন মাস্ক।