
SSC দের জন্য কিছু কথা 2023
হয়তো এখানে শেয়ার করা ঠিক হচ্ছে কিনা তা জানি না।
এই বাংলা বোর্ডে বাংলাদেশ থেকে কে কোন পর্যায়ে লেখাপড়া করছেন তা আমি জানি না । কিন্তু এখানে অনেকেই এবার SSC পরীক্ষা দিয়েছেন। আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন হয়তো 10:30 এ রেজাল্ট পেয়ে গেছেন। অনেকে আনন্দিত বাট অনেকেই আনন্দ না, আপনারা যারা পাশ করে হয়তো অনেক আনন্দে মেতে আছেন। এবং য়ারা ফেল করেছে তাকে নিয়ে ঠাট্টা করছেন এগুলো কিন্তু ঠিক নয়। হুম হয়তো বা অনেকেই ফেল করে সুইসাইড পর্যায় চলে যাচ্ছি তাই যারা পাশ করেছেন,তারা ফেল করার ছেলে মেয়েদেরকে একটু সাহস দিবেন বা কোন বাজে কথা বলবেন না। কারণ আপনি যদি এখন একটা বাজে কথা বলেন তাহলে সেই ছেলেটা সুইসাইটে পর্যায় চলে যেতে বাধ্য থাকবে ।
অনেকেই ভাবছেন সুইসাইড করব কিন্তু আপনি যদি আপনার জীবন থেকে থাকে তাহলে আপনি আমার পরীক্ষা দিয়ে পাস করতে পারবেন। কিন্তু আপনার জীবন যদি চলে যায় তাহলে কি আর ফিরে পাবেন না। তাই যা করবে ভেবেচিন্তে ডিসিশন নিবেন আপনার সাথে আপনার পরিবার আছে এটা মাথায় রাখবেন ।
যারা ভালো রেজাল্ট করেছেন তাদেরকে Congratulation এবং মিষ্টি পাঠিয়ে দিয়েন...
যারা এখনো রেজাল্ট দেখতে পারেননি তারা এই ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পারবেন লিংক ।
http://www.educationboardresults.gov.bd/বা এসএমএস পাঠিয়ে রেজাল্ট দেখতে পারেন..
16222 এই নাম্বারে
কি লিখতে হবে বলে দিচ্ছি
SSC বোর্ড রোল
দিয়ে sms পাঠিয়ে দিন