কয়েকদিন আগে মেটা বোর্ড এর একটা পোষ্ট এ আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করেছিলাম। আমার মনে হলো একই পোষ্ট আমাদের লোকাল থ্রেড এ পোষ্ট করি।
যদিও পরের রেংক এর জন্য আমার যথেষ্ঠ মেরিট আছে। আমি কোনো হাই রেংক মেম্বার নই। আমি একজন ফুল মেম্বার। কিছু কিছু ক্ষেত্রে ফল মেম্বার ও বড় রেংক মনে হয় যেখানে নতুন রা সবচাইতে বেশি আসে। আমি সাধারনত ভালো পোষ্ট এ মেরিট দেই সেটা নিউবি হোক বা লিজেন্ডারি মেম্বারের হোক। কিন্তু এআই আসার পর বুঝা মুশকিল হয়ে গেছে যে আসলে এটা কি কেউ নিজে লেখেছে নাকি এ আই জেনারেটেড। সুতরাং, কোনো নিউ মেম্বারকে মেরিট দেওয়ার আগে আমি তার উদ্দেশ্য টা দেখতে চাই। যদি আমি দেখি সে বেশ কয়েকটা ভালো পোষ্ট করেছে এবং সেগুলো তার নিজের লেখা, আমি তাকে মেরিট দিতে পারি। যারা নতুন, আপনার নিজেকে আসলে কিছুটা প্রমান করতে হবে। ফোরামে সময় এবং শ্রম দিতে হবে। আমি মনে করি বেশিরভাগ মানুষ এভাবেই ভাবেন।
আপনি যদি নতুন মেম্বার হয়ে থাকেন এবং আপনি চাচ্ছেন আপনার প্রথম ভালো পোষ্ট এই মেরিট পেতে, এটা এভাবে হবে না। আপনাকে সময় দিতে হবে এবং ফোরামে পরিচিত হতে হবে এবং সবার সাথে মিশতে হবে। যদি মানুষ আপনার নাম দেখেই চিনতে পারে এবং আপনি ভালো কন্টেন্ট লিখেন, আপনি মেরিট পেতে শুরু করবেন। আমাকে ৫ মাস সময় ব্যায় করতে হয়েছে প্রথম ১০ টি মেরিট পাওয়ার জন্য। পরের ১০০ টি মেরিট পেয়েছি পরের মাত্র ৫ দিনে। আমি আরো ১৫০ টি মেরিট পেয়েছি পরের ৯০ দিনে। শেষ ৯০ দিনে আমার পোষ্ট কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে কারন আমি সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করে পোষ্ট কাউন্টের দিকে নজর দিয়েছি। বেশিরভাগ লিজেন্ডারি মেম্বাররা গড়ে প্রতি ৩০ দিনে ৫০ টি মেরিট আর্ন করে ইভেন যদিও তারা খুব একট্রা অরডিনারি কিছু না লিখে। কারন তারা ফোরামে পরিচিত এবং কমিউনিটি তাদেরকে জানে এবং তারা কপি পেষ্ট বা এ আই ব্যাবহার করার সম্ভাবনা নেই।
অপরদিকে, একজন নিউবি এখনো নিজেকে প্রমান করেনি। সে কপি পেষ্ট করতে পারে, বা সে এ আই ব্যাবহার করতে পারে কনটেন্ট লেখার জন্য। সে হয়তো ফোরামের নিয়ম ভংগ করার জন্য ব্যান হতে পারে। বেশিরভাগ ব্যান হওয়া একাউন্ট নতুন কারন তারা ফোরামের পরিবেশের সাথে পরিচিত না এবং তারা নিয়ম সম্পর্কে তেমন জানে না। কেউ এমন কাউকে মেরিট দিতে চাইবেনা যে ফোরামে ব্যান হতে পারে। সুতরাং, আপনি যদি নতুন হয়ে থাকেন আর ভেবে থাকেন যে কমিউনিটি আপনাকে ইগনোর করছে, ব্যাপারটা এমন নয়। মানুষ আপনার পোষ্ট দেখছে এবং এগুলো সময়মতো মূল্যায়ন হবে। আপনি সময় ব্যায় করুন এবং পরিশ্রম করুন যেনো বুঝা যায় আপনি এখানে থাকবেন এবং আপনি ভালো লিখেন।
আমার অরিজিনাল পোষ্টঃ
https://bitcointalk.org/index.php?topic=5460947.msg62599531#msg62599531