Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 28/07/2023, 13:01:01 UTC
আমি মাইনিং করে আয় করতে চায়। কারও ভালো কোনো মাইনিং অ্যাপ থাকলে আমাকে জানাবেন প্লিজ।

এ্যাপ দিয়ে যেসব মাইনিং হয়, সব গুলোই ফেইক। এপ দিয়ে কখনো কোনো মাইনিং করা যায় না। আর মোবাইল ফোন ডিভাইস মাইনিং এর জন্য উপযোগী নয়। এসব মাইনিং এপ সাধারনত মোবাইলের ডাটা চুরি করে থাকে। কিছু কিছু এপ অল্প পরিমানে পেমেন্ট ও দিয়ে থাকে। তবে এগুলো কোনো অথেনটিক উপায় নয়। মোবালের প্রসেসর দিয়ে মনেরো মাইনিং করা যায়। একটানা ১২ মাস মাইনিং করলে যে টাকা আসবে, সেটা দিয়ে একটা কোল্ড ড্রিংকস কিনে খেতে পারবেন না। সুতরাং নিজের প্রােইভেসি এবং সিকিউরিটির চিন্তুা থাকলে এপ দিয়ে মাইনিং এর কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সত্যিকারের একটা ভালো মাইনারের দাম লাখ টাকার ওপরে। এতো সহজে মোবাইলে মাইনিং করা গেলে দুনিয়ায় বেকার থাকতো না কেউ।

মাইনিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি তৈরি করা যায়। আর যারা মাইনিং করে তাদের বলা হয় মাইনার।

সেরা কয়েকটি মাইনিং অ্যাপ
১. Satoshi
২. Bee Network
৩. CatStar
৪. B-Love Network
৫. OM
৬. Remint Network
৭. Sweatcoin
৮. Punk Panda
৯. Pi
১০. Sidra Bank

অল্প বিদ্যা ভয়ংকরী। যেসব এপ আপনি সাজেশন করলেন, এগুলো কি আপনি নিজে ব্যাবহার করে দেখেছেন? এরা আসলে পেমেন্ট করে? নাকি প্রশ্ন দেখে নেট থেকে সার্চ করে একটা লিষ্ট বানিয়ে দিলেন শুধু? কোনো কিছু শেয়ার করার আগে ভেবে চিন্তে শেয়ার করবেন। আপনার জন্য কেউ বিপদে পরুক, সেটা নিশ্চই চাইবেন না।